কলকাতা টাইমস নিউজ ডেস্ক :
২০০৮ সালের মুম্বাই সন্ত্রাসী হামলার অন্যতম অভিযুক্ত তাহাউর হুসেন রানা অবশেষে যুক্তরাষ্ট্র থেকে ভারতে প্রত্যর্পিত হচ্ছেন। ভারতীয় তদন্ত সংস্থা এনআইএ (ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি) ও গোপনचर সংস্থা র’ (রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং)-এর একটি যৌথ দল তাঁকে ভারতে নিয়ে আসছে বলে জানা গেছে।
সন্ত্রাসী ডেভিড কোলম্যান হেডলির অন্যতম ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত তাহাউর রানা। হেডলি ছিলেন ২৬/১১ হামলার অন্যতম মূল পরিকল্পনাকারী। এই ভয়াবহ হামলায় ১৬৬ জন নিহত হন এবং মুম্বাই শহর প্রায় তিন দিন ধরে সন্ত্রাসীদের দখলে ছিল।
কে এই তাহাউর হুসেন রানা ?
তাহাউর হুসেন রানা একজন পাকিস্তানী বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক। পেশায় তিনি এক সময় ছিলেন সামরিক চিকিৎসক, পরবর্তীতে একটি ট্র্যাভেল এজেন্সি খুলে ব্যবসা শুরু করেন। বয়স বর্তমানে ৬৪ বছর। ২০০৬ থেকে ২০০৮ সালের মধ্যে তার প্রতিষ্ঠিত ট্র্যাভেল এজেন্সিকে ব্যবহার করে হেডলি বারবার মুম্বাই ভ্রমণ করেন এবং হামলার পরিকল্পনা সাজান। রানা অনুমতি দিয়েছিলেন মুম্বাইয়ে তার ট্র্যাভেল এজেন্সির একটি শাখা খুলতে, যা হেডলির মিশন বাস্তবায়নে সহায়ক হয়েছিল।
রানার বিরুদ্ধে অভিযোগ, তিনি লস্কর-ই-তইবা (LeT) এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখেছিলেন। এই যোগাযোগই ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিন ধরে কূটনৈতিক টানাপোড়েনের কারণ হয়ে দাঁড়িয়েছিল।
গ্রেপ্তার ও যুক্তরাষ্ট্রে বিচার
২০০৯ সালের অক্টোবর মাসে, যুক্তরাষ্ট্রের শিকাগো বিমানবন্দরে রানাকে গ্রেফতার করা হয় ডেভিড হেডলির সঙ্গে। তারা তখন ডেনমার্কের এক সংবাদপত্রের ওপর হামলার পরিকল্পনা করছিল, যেটি হযরত মুহাম্মদ (সা.)-এর বিতর্কিত কার্টুন প্রকাশ করেছিল। এই গ্রেপ্তারের পরই উঠে আসে মুম্বাই হামলার সঙ্গে তাদের সম্পৃক্ততার বিষয়টি।
প্রত্যর্পণের পথ কীভাবে সুগম হলো ?
রানা গত ১৬ বছর যুক্তরাষ্ট্রে বন্দি ছিলেন এবং ভারতীয় কর্তৃপক্ষ বারবার তাঁর প্রত্যর্পণের দাবি জানিয়ে আসছিল। তিনি আইনি প্রক্রিয়ায় সেই প্রত্যর্পণ ঠেকানোর চেষ্টা চালিয়েছিলেন, কিন্তু সম্প্রতি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট তার শেষ আপিল খারিজ করে দেয়। এর ফলে তাঁর ভারতে প্রত্যর্পণের পথ চূড়ান্তভাবে খুলে যায়।
ভারতে বিচার: কঠোর নিরাপত্তা ও সম্ভাব্য প্রমাণ
সূত্র অনুযায়ী, রানাকে দিল্লির তিহার জেলে কড়া নিরাপত্তার মধ্যে রাখা হবে। পাশাপাশি মুম্বাইতে একটি বিশেষ নিরাপদ স্থানে তাঁর বিচার পরিচালনার প্রস্তুতি চলছে। তাঁর কাছ থেকে পাকিস্তানের প্রত্যক্ষ মদদের বিষয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ মেলার সম্ভাবনাও রয়েছে।
ভারতে ফিরছেন রানা
শেষ পাওয়া খবরে জানা গেছে, তাহাউর রানাকে বহনকারী বিমান ইতোমধ্যেই যুক্তরাষ্ট্র ত্যাগ করেছে এবং আগামীকাল (১০ এপ্রিল) দুপুরে দিল্লিতে তাঁর পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।