কলকাতা টাইমস নিউজ ডেস্ক :
১২৮ বছর পর আবারও অলিম্পিক মঞ্চে ফিরছে ক্রিকেট। ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে পুরুষ ও নারী উভয় বিভাগে ছয়টি করে দল অংশ নেবে টি-২০ ফরম্যাটে — এমনটাই নিশ্চিত করেছে অলিম্পিক আয়োজক কমিটি।
ক্রিকেট সর্বশেষ অন্তর্ভুক্ত ছিল ১৯০০ সালের প্যারিস অলিম্পিকে, যেখানে গ্রেট ব্রিটেন ও ফ্রান্সের মধ্যে একটি একমাত্র দ্বি-দিবসীয় ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। পরে ম্যাচটিকে আনুষ্ঠানিক টেস্ট ম্যাচ হিসেবে স্বীকৃতি দেওয়া হলেও, সেটিই ছিল অলিম্পিক ইতিহাসে ক্রিকেটের একমাত্র উপস্থিতি — এই পর্যন্ত।
লস অ্যাঞ্জেলেস ২০২৮ অলিম্পিকে ক্রিকেট ফিরছে সংক্ষিপ্ততম ফরম্যাট টি-২০ আকারে। প্রতিটি দল ১৫ সদস্যের স্কোয়াড গঠন করতে পারবে। গেমস কর্তৃপক্ষের মতে, প্রতিটি লিঙ্গের জন্য মোট ৯০টি করে অ্যাথলেট কোটার অনুমোদন দেওয়া হয়েছে।
বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পূর্ণ সদস্য সংখ্যা ১২ — আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে। এছাড়া অ্যাসোসিয়েট সদস্য রয়েছে ৯৪টি দেশ।
তবে এখনও এলএ-২০২৮ অলিম্পিকে ক্রিকেটের জন্য চূড়ান্ত বাছাই প্রক্রিয়া ঘোষণা করা হয়নি। অনুমান করা হচ্ছে, আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র সরাসরি একটি স্থানের জন্য যোগ্যতা অর্জন করবে। বাকি পাঁচটি দল বাছাইপর্বের মাধ্যমে নির্ধারিত হবে।
ক্রিকেট ছাড়াও ২০২৮ অলিম্পিকে নতুন করে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে আরও চারটি খেলাধুলা — বেসবল/সফটবল, ফ্ল্যাগ ফুটবল, ল্যাক্রোস (সিক্সেস) ও স্কোয়াশ। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) ২০২৩ সালে ক্রিকেটকে অন্তর্ভুক্তির আনুষ্ঠানিক অনুমোদন দেয়, যার ফলে অলিম্পিক ইতিহাসে ক্রিকেটের প্রত্যাবর্তনের পথ প্রশস্ত হয়।