spot_img
38 C
Kolkata
Saturday, May 10, 2025
spot_img

ডঃ বি. আর. আম্বেদকরের নামে মধ্যপ্রদেশে নতুন বন্যপ্রাণী অভয়ারণ্য ঘোষণা !

কলকাতা টাইমস নিউজ  ডেস্ক : নিজস্ব সংবাদদাতা:

ন্যপ্রাণী সংরক্ষণ এবং পরিবেশ রক্ষায় এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল মধ্যপ্রদেশ সরকার। রাজ্যের সাগর জেলায় ২৫৮.৬৪ বর্গকিলোমিটার জুড়ে নতুন একটি বন্যপ্রাণী অভয়ারণ্য গঠনের ঘোষণা করা হয়েছে, যার নামকরণ করা হয়েছে ভারতের সংবিধান রচয়িতা ডঃ ভীমরাও রামজি আম্বেদকরের নামে।

ডঃ বি. আর. আম্বেদকর অভয়ারণ্য—এই নামেই পরিচিত হবে নতুন সংরক্ষিত অঞ্চলটি, যা সাগর জেলার উত্তরাংশের রিজার্ভ ফরেস্টের অন্তর্গত বান্দা এবং শাহগড় তহসিলকে অন্তর্ভুক্ত করবে। সরকারি সূত্রে জানা গিয়েছে, এই সিদ্ধান্তের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আম্বেদকর জয়ন্তীর ঠিক পূর্বে, যা প্রতিবছর ১৪ এপ্রিল তাঁর জন্মবার্ষিকী উপলক্ষে পালিত হয়।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব এক সরকারি ঘোষণায় জানান,
“এই নতুন অভয়ারণ্য একদিকে যেমন বন্যপ্রাণী সংরক্ষণে সহায়তা করবে, তেমনই বনভূমি ও জীববৈচিত্র্য রক্ষার ক্ষেত্রেও তা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। পাশাপাশি, এটি পর্যটনের প্রসার ঘটাবে এবং স্থানীয় মানুষদের জন্য কর্মসংস্থানের পথ খুলে দেবে।”

এই নতুন সংযোজনের ফলে রাজ্যে মোট বন্যপ্রাণী অভয়ারণ্যের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৫। উল্লেখযোগ্যভাবে, মধ্যপ্রদেশকে ভারতের “টাইগার স্টেট” হিসেবেও অভিহিত করা হয়। কানহা, বান্ধবগড়, পেঞ্চ, সাতপুরা ও পন্না টাইগার রিজার্ভসহ রাজ্যের বহু অভয়ারণ্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতিসম্পন্ন।

পরিবেশবিদ ও বন্যপ্রাণী গবেষকরা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে,
“এটি শুধু জীববৈচিত্র্যের সংরক্ষণ নয়, বরং সমাজ সংস্কারক ডঃ আম্বেদকরের প্রতি যথার্থ শ্রদ্ধার্ঘ্যও বটে।”

তাঁদের মতে, এই ধরনের উদ্যোগ দেশের সামাজিক এবং পরিবেশগত অগ্রগতিকে একত্রে এগিয়ে নিয়ে যেতে পারে।

সংক্ষেপে, এই উদ্যোগের তাৎপর্য:

  • নতুন অভয়ারণ্যের আয়তন: ২৫৮.৬৪ বর্গকিমি

  • অবস্থান: সাগর জেলার বান্দা ও শাহগড় তহসিল

  • উদ্দেশ্য: সংরক্ষণ, পর্যটন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি

  • ঘোষণা: আম্বেদকর জয়ন্তীর প্রাক্কালে

  • রাজ্যে মোট অভয়ারণ্য: ২৫টি

ডঃ আম্বেদকরের আদর্শ ও উত্তরাধিকারের প্রতি এই উদ্যোগ এক দৃঢ় বার্তা বহন করে—পরিবেশ রক্ষা ও সমাজকল্যাণ একে অপরের পরিপূরক। নতুন অভয়ারণ্য শুধু জীবজগতের আশ্রয়স্থল নয়, বরং তা ভবিষ্যতের পরিবেশ সচেতন ভারতের এক দৃষ্টান্ত হয়ে উঠতে চলেছে।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,300SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks