কলকাতা টাইমস নিউজ ডেস্ক :
আর্চারি ওয়ার্ল্ড কাপ স্টেজ-১-এ ভারতের হয়ে তৃতীয় পদক নিশ্চিত করলেন জ্যোতি সুরেখা ভেন্নাম এবং ঋষভ যাদব। কম্পাউন্ড মিক্সড টিম বিভাগে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে ফাইনালে পৌঁছে গিয়েছেন এই জুটি। শনিবার ফাইনালে তাঁদের প্রতিপক্ষ চাইনিজ তাইপে।
পঞ্চম বাছাই হিসেবে টুর্নামেন্ট শুরু করে ভারতের এই যুগল সাফল্যের সিঁড়ি বেয়ে উঠে ফাইনালে জায়গা করে নেন। শেষ ষোলোয় স্পেনকে ১৫৬-১৪৯ স্কোরে পরাজিত করেন তাঁরা। কোয়ার্টার ফাইনালে ডেনমার্ককে হারান ১৫৬-১৫৪ ব্যবধানে। এরপর সেমিফাইনালে আত্মবিশ্বাসী খেলা উপহার দিয়ে স্লোভেনিয়াকে হারান ১৫৯-১৫৫ স্কোরে।
এই অভাবনীয় সাফল্য এমন এক সময়ে এল, যখন সম্প্রতি কম্পাউন্ড আর্চারিকে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে এই বিভাগে ভারতীয় প্রতিযোগীদের কাছে অলিম্পিক পদকের স্বপ্ন এখন আর দূরের নয়।
জ্যোতি-ঋষভের ফাইনালের পাশাপাশি ভারতের আরও দুটি পদক নিশ্চিত
এবারের ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টে ভারতের এটি তৃতীয় নিশ্চিত পদক। এর আগে, পুরুষদের কম্পাউন্ড টিম ইভেন্টে ভারত ব্রোঞ্জ পদক জিতেছে বুধবার, যা দিয়ে ভারতের পদক খাতা খুলেছিল। এরপর পুরুষদের রিকার্ভ বিভাগে ধীরজ বোম্মদেভারা, তরুণদীপ রাই এবং অতনু দাসের ত্রয়ী ফাইনালে জায়গা করে নেন। স্পেনকে ৬-২ ব্যবধানে পরাজিত করে তারা ফাইনালে উঠেছে এবং তাদের প্রতিপক্ষ চীন।
উল্লেখযোগ্যভাবে, ধীরজ ও তাঁর সতীর্থরা ভিসা জটিলতায় পড়ে প্রতিযোগিতা শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে জার্মানির এন্টালিয়ায় পৌঁছান, তবুও তা তাঁদের পারফরম্যান্সে কোনো প্রভাব ফেলেনি। ধীরজের মজবুত মানসিকতা ও অভিজ্ঞ দুই সতীর্থের সহায়তায় ভারতীয় দল পৌঁছে যায় স্বপ্নের ফাইনালে, যেটি অনুষ্ঠিত হবে রবিবার।
আত্মবিশ্বাসে ভরপুর ভারতীয় শিবির
ফাইনালের আগে আত্মবিশ্বাসে টগবগ করছে ভারতীয় শিবির। একের পর এক বিভাগে পদক নিশ্চিত করে তারা প্রমাণ করেছে, আন্তর্জাতিক ধনুর্বিদ্যায় এখন ভারতের অবস্থান প্রথম সারিতেই।
প্রথম স্টেজের এই সফলতা ভবিষ্যতের আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য বড় প্রেরণা হয়ে উঠবে বলে মনে করছেন খেলাবিদ ও ক্রীড়া বিশ্লেষকরা।