spot_img
29.4 C
Kolkata
Tuesday, July 1, 2025
spot_img

সুন্দরবনে নতুন বাঘিনী, সোহানের মৃত্যুর পর ঝড়খালিতে ফিরে এলো প্রাণ !

কলকাতা টাইমস নিউজ  ডেস্ক :নিজস্ব প্রতিবেদন:

সুন্দরবনের ঝড়খালি টাইগার রিহ্যাবিলিটেশন সেন্টার আবার প্রাণ ফিরে পেল। প্রবীণ রয়েল বেঙ্গল টাইগার সোহানের মৃত্যুর এক মাস পর, শুক্রবার রাতে আলিপুর চিড়িয়াখানা থেকে আনা হলো এক দশক বয়সী এক বাঘিনীকে। দীর্ঘদিন আলিপুরে থাকার পর এবার সে ফিরে এলো নিজের প্রাকৃতিক আবাসে—সুন্দরবনের কোল ঘেঁষা ঝড়খালিতে।

বন দফতর সূত্রে জানা গেছে, এই বাঘিনী কয়েক বছর আগে সুন্দরবনের গভীর জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছিল। সেসময় তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল, তাই তাকে চিকিৎসা ও পুনর্বাসনের জন্য পাঠানো হয়েছিল আলিপুর চিড়িয়াখানায়। সেখানে দীর্ঘদিনের পরিচর্যার পর এখন সে সুস্থ। তাই তাকে ফিরিয়ে আনা হলো সুন্দরবনের উপকণ্ঠে ঝড়খালিতে।

বর্তমানে বাঘিনীটিকে রাখা হয়েছে একটি ছোট এনক্লোজারে, যেখানে বন দফতরের কর্মী ও পশুচিকিৎসকেরা নিরবিচারে তার শারীরিক অবস্থা, খাওয়া-দাওয়া, মানসিক চাপের মাত্রা প্রভৃতি পর্যবেক্ষণ করছেন।

অন্যদিকে এক বন আধিকারিক জানান, “বাঘিনীটির আপাতত স্বাস্থ্য স্থিতিশীল। সে নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। যদি এই অবস্থা ইতিবাচক থাকে, তাহলে খুব শীঘ্রই তাকে বড় এনক্লোজারে স্থানান্তর করা হবে।”

এই মুহূর্তে ঝড়খালি কেন্দ্রেই রয়েছেন আরও দুই রয়েল বেঙ্গল টাইগার—সোহিনী এবং সুন্দর। নতুন বাঘিনীর আগমনে এই বাঘ পরিবারে নতুন সদস্য যুক্ত হলো, যা এই কেন্দ্রের প্রাণশক্তি আরও বাড়াবে বলেই মনে করছেন বনকর্তারা।তবে সাধারণ দর্শনার্থীদের এখনও অপেক্ষা করতে হবে নতুন এই বাঘিনীকে দেখার জন্য। চিকিৎসক ও পর্যবেক্ষকদের ছাড়পত্র পাওয়ার পরই তাকে বড় এনক্লোজারে আনা হবে এবং তখনই দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে।

বন দফতরের তরফে আরও জানানো হয়েছে, নতুন বাঘিনীর নাম এখনও স্থির হয়নি। খুব শীঘ্রই তার নাম ঠিক করে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

ঝড়খালির বাঘ পুনর্বাসন কেন্দ্র শুধু সুন্দরবনের জন্তুজগত সংরক্ষণের দৃষ্টিকোণ থেকেই নয়, পর্যটনের ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন বাঘিনীর আগমনে কেন্দ্রটির আকর্ষণ আরও বাড়বে বলেই আশাবাদী স্থানীয় বাসিন্দা ও বনদফতর।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,400SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles