spot_img
35 C
Kolkata
Friday, May 9, 2025
spot_img

প্রায় কোটি টাকার ব্রাউন সুগার সহ গ্রেফতার তিন পাচারকারী,বড় সাফল্য শিলিগুড়িতে পুলিশের !

কলকাতা টাইমস নিউজ  ডেস্ক :নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি:

মাদক পাচার রুখতে বড়সড় সাফল্য পেল মাটিগাড়া থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে চালানো বিশেষ অভিযানে প্রায় ৯০০ গ্রাম ব্রাউন সুগার সহ তিন মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য এক কোটি টাকার কাছাকাছি বলে জানা গিয়েছে।

গ্রেফতার হওয়া তিন ব্যক্তির নাম—রোহিত শেখ, অমল রাউত এবং মোহাম্মদ আমজাদ।

  • রোহিতের বাড়ি মালদার berüchtigte কালিয়াচক এলাকায়,

  • অমল রাউতের বাস প্রধাননগরে,

  • আর মোহাম্মদ আমজাদ বাগডোগরার বাঘাযতীন কলোনির বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতরা দীর্ঘদিন ধরেই মাদক পাচারের সঙ্গে যুক্ত এবং এর আগেও তাদের নামে একাধিক মামলা রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

বৃহস্পতিবার বিকেলে গোপন সূত্রে খবর পায় মাটিগাড়া থানার পুলিশ যে, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট সংলগ্ন লটকা ব্রিজ এলাকার দিকে মাদক পাচারের জন্য কিছু ব্যক্তি আসছে। খবর পাওয়ার পরই পুলিশের একটি দল ওই এলাকায় চেকিং ও নজরদারি শুরু করে।

তদন্তকারীদের মতে, ওই সময় একটি স্কুটিতে তিন ব্যক্তি সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। পুলিশ তাদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে এবং স্কুটির তল্লাশি চালিয়ে ৯০৮ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করেছে যে তারা মালদা থেকে ব্রাউন সুগার এনে শিলিগুড়ি ও সংলগ্ন এলাকাগুলিতে সরবরাহ করত। পাচারের জন্য তারা নিয়মিত মালদা-শিলিগুড়ি রুট ব্যবহার করত। পুলিশ এখন এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

ধৃতদের শুক্রবার শিলিগুড়ি আদালতে পেশ করা হবে। পাশাপাশি পুলিশ আবেদন জানাতে পারে রিমান্ডে নেওয়ার জন্য, যাতে পুরো মাদক পাচার চক্র সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পাওয়া যায়।

উত্তরবঙ্গে মাদক পাচার রুখতে সম্প্রতি রাজ্য পুলিশের পক্ষ থেকে বিশেষ নজরদারি শুরু হয়েছে। সীমান্ত লাগোয়া জেলা হওয়ায় মালদা, মুর্শিদাবাদ ও উত্তরবঙ্গের কিছু এলাকা দীর্ঘদিন ধরেই মাদক পাচারের করিডর হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

পুলিশের এক আধিকারিক বলেন,”আমরা মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছি। এই ধরনের অভিযানে আমরা আরও সক্রিয় হব। মাদক চক্রের মূল পান্ডাদের খোঁজে তল্লাশি অব্যাহত রয়েছে।”

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,300SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks