কলকাতা টাইমস নিউজ ডেস্ক :
নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনের গণতন্ত্র মণ্ডপ (প্রাক্তন দরবার হল) আজ চাক্ষুষ করল আরেকটি ঐতিহাসিক মুহূর্ত। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পদ্ম পুরস্কার গ্রহণ করলেন ৭১ জন বিশিষ্ট ব্যক্তিত্ব। উপস্থিত ছিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
এ বছরের পদ্ম সম্মানপ্রাপ্তদের তালিকায় যেমন রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেতা শেখর কাপুর, তেমনি আছেন দক্ষিণী সুপারস্টার অজিত কুমার ও নন্দামুরি বলাকৃষ্ণ। ভারতীয় ক্রিকেট দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন এবং হকি তারকা পি আর শ্রীজেশও পদ্ম সম্মানে ভূষিত হয়েছেন।
পদ্ম বিভূষণ লাভ করেছেন:
-
সুজুকি মোটরসের প্রাক্তন প্রধান ওসামু সুজুকি (মরণোত্তর)
-
বিখ্যাত ভায়োলিনবাদক এল সুব্রহ্মণ্যম
-
গ্যাস্ট্রোএন্টারোলজির জগতের কর্ণধার ডি নাগেশ্বর রেড্ডি
-
কিংবদন্তি সাহিত্যিক এম টি বসুদেবন নায়ার (মরণোত্তর)
পদ্ম ভূষণে সম্মানিত:
-
গজল সম্রাট পঙ্কজ উধাস (মরণোত্তর)
-
প্রাক্তন উপমুখ্যমন্ত্রী (বিহার) সুশীল কুমার মোদী (মরণোত্তর)
-
অভিনেতা নন্দামুরি বলাকৃষ্ণ
-
চলচ্চিত্র নির্মাতা শেখর কাপুর
-
হকি তারকা পি আর শ্রীজেশ
-
জনপ্রিয় অভিনেতা অজিত কুমার
-
ঝাইডাস লাইফসায়েন্সেস-এর চেয়ারম্যান পঙ্কজ প্যাটেল
-
‘পেন্টিয়াম’-এর জনক হিসেবে পরিচিত প্রযুক্তিবিদ বিনোদ ধাম
পদ্মশ্রীতে ভূষিত:
-
সাবেক এসবিআই চেয়ারপার্সন অরুন্ধতী ভট্টাচার্য
-
শিল্পপতি পবন কুমার গোয়েঙ্কা
-
পরিবেশ গবেষক মারাঠি লেখক মারুতি ভুজংরাও চিতামপল্লি
-
চামড়ার পুতুলনাট্যশিল্পী ভীমাব্বা শিলেক্যাথারা
-
পাঞ্জাবি সঙ্গীতশিল্পী জাসপিন্দর নারুলা কাউল
-
নিউরোসার্জন এ কে মহাপাত্র প্রমুখ
বিশেষভাবে উল্লেখযোগ্য, এ বছর ৩০ জন “অখ্যাত নায়ক”কেও সম্মান জানানো হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ১০০ বছর বয়সী লিবিয়া লোবো সারদেশাই, যিনি গোয়ার মুক্তিযুদ্ধে গুপ্ত রেডিও স্টেশন “ভোজ দা লিবার্দাদে” চালিয়ে সংগ্রাম পরিচালনা করেছিলেন।
সাংবাদিকতা ও শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য সম্মান:
টামিল দৈনিক ‘দিনামালার’-এর প্রকাশক লক্ষ্মীপতি রামাসুব্রামণিয়মকেও পদ্মশ্রী প্রদান করা হয়। ষাট বছরের বেশি সময় ধরে সংবাদজগতের সঙ্গে যুক্ত লক্ষ্মীপতি গণমাধ্যম, শিক্ষা এবং নীতিনির্ধারণে বিশেষ অবদান রেখেছেন। তিনি প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া, ইন্ডিয়ান নিউজপেপার সোসাইটি এবং প্রেস কাউন্সিল অব ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
পদ্ম পুরস্কারের তাৎপর্য:
-
পদ্ম বিভূষণ: অসামান্য ও বিশেষ বিশিষ্ট সেবার জন্য
-
পদ্ম ভূষণ: উচ্চস্তরের বিশিষ্ট সেবার জন্য
-
পদ্মশ্রী: যে কোনো ক্ষেত্রে উল্লেখযোগ্য সেবার জন্য
পদ্ম পুরস্কারের মঞ্চে এদিন দেখা গেল শিল্প, সাহিত্য, বিজ্ঞান, খেলাধুলা, চিকিৎসা, সমাজসেবা থেকে শুরু করে নানা ক্ষেত্রে ভারতের গর্বিত কৃতীদের দীপ্ত অভিব্যক্তি। দেশজুড়ে এই সম্মাননা অনুষ্ঠান নিয়ে উৎসাহ এবং গর্বের আবহ তৈরি হয়েছে।