কলকাতা টাইমস নিউজ ডেস্ক :নিজস্ব সংবাদদাতা :
সীমান্তের পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠছে। পাকিস্তান সীমান্তে ক্রমাগত সংঘর্ষবিরতি লঙ্ঘন, বেসামরিক মৃত্যুর মর্মান্তিক পরিসংখ্যান, সঙ্গে সাম্প্রতিক অপারেশন ‘সিন্দুর’-এর পরিণতি—এই আবহেই বৃহস্পতিবার সকালেই দেশের শীর্ষ আমলাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নিরাপত্তা ও সমন্বয়ের প্রশ্নে কোনও রকম ঢিলেমি চলবে না—এই মর্মেই প্রতিটি মন্ত্রককে প্রস্তুতির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করে তিনি বলেন, “প্রতিটি মন্ত্রক ও সংস্থার মধ্যে সমন্বয় অটুট থাকা জরুরি। অপারেশনাল ধারাবাহিকতা এবং প্রতিষ্ঠানগত দৃঢ়তা আমাদের প্রথম অগ্রাধিকার।”
এই উচ্চপর্যায়ের বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, প্রধানমন্ত্রীর দপ্তরের শীর্ষ আধিকারিক, এবং প্রতিরক্ষা, স্বরাষ্ট্র, বিদেশ মন্ত্রক, তথ্য ও সম্প্রচার, বিদ্যুৎ, স্বাস্থ্য ও টেলিযোগাযোগ মন্ত্রকের সচিবরা।
বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর মধ্যে ছিল—
-
অসামরিক প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা,
-
ভুয়ো তথ্য ও বিভ্রান্তিকর প্রচারের বিরুদ্ধে ব্যবস্থা,
-
পরিকাঠামো ও তথ্যপ্রযুক্তি নিরাপত্তা নিশ্চিতকরণ,
-
জরুরি পরিস্থিতিতে প্রতিক্রিয়ার সক্ষমতা তৈরি।
সকল মন্ত্রককে বলা হয়েছে, তাদের নিজ নিজ ক্ষেত্রের পূর্ণাঙ্গ প্রস্তুতি মূল্যায়ন করতে হবে। জরুরি পরিস্থিতিতে জরুরি পরিষেবাগুলির অটল কার্যকারিতা নিশ্চিত করতে হবে। মন্ত্রকগুলিকে বিশেষ গুরুত্ব দিতে বলা হয়েছে অভ্যন্তরীণ যোগাযোগ এবং জরুরি মোকাবিলা প্রটোকলের উপর।
প্রধানমন্ত্রীর এই তৎপরতার প্রেক্ষাপটে, জম্মু–কাশ্মীরের পুঞ্চ জেলায় পাকিস্তানের গোলাবর্ষণে ১৩ জন বেসামরিক নাগরিকের মৃত্যু ঘটেছে। আহত হয়েছেন অন্তত ৫৯ জন। এদের মধ্যে ৪৪ জনই পুঞ্চের বাসিন্দা। বুধবার রাতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল প্রথমে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন, এরপরই বৈঠকে যোগ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব।
বৈঠকে প্রতিটি মন্ত্রক তাদের কর্মপরিকল্পনা ব্যাখ্যা করে জানিয়েছে, তারা একটি সমন্বিত ‘হোল অফ গভর্নমেন্ট অ্যাপ্রোচ’-এর মাধ্যমে পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত। মন্ত্রকগুলিকে বলা হয়েছে রাজ্য প্রশাসন ও স্থানীয় স্তরের সঙ্গে নিবিড় সমন্বয় বজায় রাখতে।
প্রধানমন্ত্রী সাফ জানিয়েছেন—সতর্কতা, কার্যকর সমন্বয় ও তথ্যের স্বচ্ছতা ছাড়া এই সংবেদনশীল সময় মোকাবিলা করা যাবে না। তিনি আশ্বাস দিয়েছেন, নাগরিক সুরক্ষা ও জাতীয় নিরাপত্তা নিয়ে কোনও আপস হবে না।